ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অবরোধের সমর্থনে পল্টনে যুবদলের মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩

নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দশম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনারা। এ দফার অবরোধের দ্বিতীয় দিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর সোয়া একটায় রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মিছিল করেন বদলের নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক শাহ নাসিরউদ্দিন রুমন, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহ-ক্রীড়া সম্পাদক আমানুল্ল্যাহ বিপুল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কেএসএম মুসাব্বির সাফি, সহ-মানবাধিকার সম্পাদক মাহাবুব আলম আক্তার, সহ-প্রশিক্ষণ সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, কেন্দ্রীয় সদস্য রবিউল ইসলাম রবি, আবদুল কুদ্দুস মজুমদার, মোরশেদ আলম, মিজানুর রহমান সুমন প্রমুখ।

কেএইচ/কেএসআর/জেআইএম