ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জোট শরিকদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

১৪ দলীয় জোট শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি ও জোটনেত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর এ বৈঠক শুরু হয়। বৈঠক উপলক্ষে মাগরিবের পর থেকে গণভবনে প্রবেশ করেন জোট নেতারা। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, নজিবুল বশরসহ শরিক দলের শীর্ষ নেতারা গণভবনে প্রবেশ করেন।

জানা গেছে, জোট শরিকদের আসন বণ্টন করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে শরিকদের একটি ও বিরোধীদলের একটি আসন খালি রেখে ২৯৮ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু ১৪ দলের অন্যান্য শরিক বা মহাজোট শরিকদের আসন বণ্টন করেনি ক্ষমতাসীন দল।

আজকের বৈঠকে জোট নেতাদের দাবি ও বক্তব্য শুনবেন শেখ হাসিনা। এরপর আসন বণ্টনের সিদ্ধান্ত হবে।

এসইউজে/এমএএইচ/এমএস