ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নিবন্ধন বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২১ নভেম্বর ২০২৩

নিবন্ধন বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। মঙ্গলবার (২১ নভেম্বর) নগরীর বহদ্দারহাট এলাকায় এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে এবং অবিলম্বে তা পুনর্বহালের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মুহাম্মদ নুরুল আমিন বলেন, নৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে আদালতের মাধ্যমে ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে বিরোধী দল-মতের আন্দোলন দমন করতে চায় সরকার।

তিনি বলেন, স্বাধীনতার পর সব জাতীয় সংসদে জামায়াত প্রতিনিধিত্ব করেছে। ন্যায়ভ্রষ্ট এই রায় জনগণের ম্যান্ডেটের বিপরীত। এই রায় এই দেশের জনগণ কখনো মেনে নেবে না।

নুরুল আমিন বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না বলেই দেশে বাকশালী ও ফ্যাসিবাদী শাসন কায়েম করে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রকামী জনতার ওপর রাষ্ট্রশক্তি ও দলীয় সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়ে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এতেও তারা আশ্বস্ত না হয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক ময়দান প্রতিপক্ষমুক্ত করতে চায়।

এসময় তিনি জামায়াতের কারান্তরীণ আমির ডা. শফিকুর রহমানসহ বন্দি নেতাদের মুক্তির দাবি জানান।

ইকবাল হোসেন/বিএ/এমএস