নৌকার নির্বাচনী ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে ঢাকা
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যে কোনো দিন ঘোষণা হবে নির্বাচনী তফসিল। ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছে, তফসিল ঘোষণার পরপরই শুরু হবে তাদের মনোনয়ন ফরম বিক্রি। এর আগে নিজের মনোনয়ন নিশ্চিত করতে দৌড়-ঝাঁপ করছেন আওয়ামী লীগ নেতারা। তারা যেমন দলের অভ্যন্তরীণ চ্যানেলে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন, তেমনি ব্যানার, পোস্টার, ফেস্টুন টানিয়ে নিজ নিজ মনোনয়ন প্রত্যাশায় এলাকায় চালিয়ে যাচ্ছেন প্রচারণা। তবে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা না দেওয়ায় দলটির নেতাদের মনোনয়ন প্রত্যাশার প্রচার চোখে পড়েনি। ফলে আওয়ামী লীগের প্রচারণায় নির্বাচনী আমেজ দেখা গেলেও তা অনেকটাই একতরফা।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, বর্তমান সংসদ সদস্য ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রচারণায় আধিক্য দেখা গেছে। রাজধানীর সড়কের পাশের দেওয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার, ব্যানার টানিয়ে প্রচারণা করতে দেখা গেছে নেতাদের। এসব পোস্টার, ব্যানারের প্রায় সবই আওয়ামী লীগ নেতাদের। এর বাইরে পোস্টার চোখে পড়েছে জাতীয় পার্টির নেতা হাজি সাইফুদ্দিন আহম্মেদ মিলনের।
ঢাকায় নির্বাচনের আমেজ চলে এসেছে। ব্যানার, পোস্টার দেখেই সেটি বোঝা যায়। সবাই নৌকার পক্ষে পোস্টারিং করছেন
গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, আগামী নির্বাচনে মনোনয়ন পেতে প্রচারণা চালাচ্ছেন অনেকে। তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মীও পছন্দের প্রার্থীর নামে প্রচারণার অংশ হিসেবে পোস্টার, বিলবোর্ড টানিয়েছেন। এসব বিলবোর্ডে সরকারের বিভিন্ন মেগা প্রকল্প এবং উন্নয়ন কাজের চিত্র শোভা পাচ্ছে। রাজধানীর বাড্ডা, নিউমার্কেট, ধানমন্ডি, যাত্রাবাড়ী, উত্তরা, মিরপুর, মালিবাগসহ জনবহুল এলাকাগুলোতে প্রচারণা দেখা গেছে বেশি।
প্রচারণার পোস্টারে ছেয়ে যাওয়া একটি দেওয়াল/ ছবি: মাহবুব আলম
আরও পড়ুন>> ‘পুরোনো ফরম্যাট’ ধরেই এগোচ্ছে আওয়ামী লীগ!
আওয়ামী লীগের বাইরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমন প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ। জনগণের মধ্যে প্রচারণা এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নকাজ তুলে ধরতেই ব্যানার, পোস্টার, বিলবোর্ডের মাধ্যমে এমন প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। এসব প্রচারণায় পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্নফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলের ছবি শোভা পাচ্ছে।
ধানমন্ডি এলাকায় কথা হয় আওয়ামী লীগের সমর্থক আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ঢাকায় নির্বাচনের আমেজ চলে এসেছে। ব্যানার, পোস্টার দেখেই সেটি বোঝা যায়। সবাই নৌকার পক্ষে পোস্টারিং করছেন। আমি সারাজীবন নৌকায় ভোট দিয়েছি। আমরা চাই, আবারও আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে আসুক।
বিলবোর্ড অনেক দেখেছি। সবই দেখি নৌকার। ঢাকায় আওয়ামী লীগের প্রচারণাই বেশি। বিএনপি নির্বাচনে আসবে কি না সেটা জানি না। হরতাল-অবরোধ তো চলছে। দেখা যাক কী হয়!
মিরপুর এলাকায় কথা হয় পথচারী তৌফিক আলমের সঙ্গে। তিনি বলেন, রাস্তায় ব্যানার, বিলবোর্ড অনেক দেখছি। সবই দেখি নৌকার। ঢাকায় আওয়ামী লীগের প্রচারণাই বেশি। বিএনপি নির্বাচনে আসবে কি না সেটাও জানি না। হরতাল-অবরোধ তো চলছে। দেখা যাক কী হয়!
প্রচারণা থেকে বাদ যায়নি ফুটওভারব্রিজ/ ছবি: মাহবুব আলম
আরও পড়ুন>> আপনারা লাফাতেই থাকেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিনবার সরকার পরিচালনা করছেন। এরমধ্যে ব্যাপক উন্নয়ন বাংলাদেশে হয়েছে। এখনো চলছে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। সেটি বাস্তবায়ন করে এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। শুধু আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন নয়, প্রতিটি মানুষের উচিত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনের মাধ্যমে এটি তুলে ধরছেন, যাতে সাধারণ মানুষ জানতে পারে। নির্বাচন ঘিরে সবার মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। এটি তারই বহিঃপ্রকাশ।
প্রত্যেকেই যার যার কৌশল নিয়ে নির্বাচনে মনোনয়ন পেতে কাজ করছেন। বিএনপি নির্বাচন বয়কট করার কথা বলছে, তবুও হয়তো তলে তলে প্রচার চালাচ্ছে
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। এটি সংবিধানের বাধ্যবাধকতা। যারা রাজনীতি করে, প্রত্যেকেই যার যার কৌশল নিয়ে নির্বাচনে মনোনয়ন পেতে কাজ করছেন। বিএনপি নির্বাচন বয়কট করার কথা বলছে, তবুও হয়তো তলে তলে প্রচার চালাচ্ছে। গত ২৮ অক্টোবর থেকে হয়তো সেটি প্রকাশ্যে আনছে না। প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা থাকে। সে মনোনয়ন পাক বা না পাক, তার নাম নিয়ে একটু আলোচনা হোক। প্রচার-প্রচারণা হোক যে সে এমপি প্রার্থী। যারা রাজনীতি করে, প্রত্যেকেই যার যার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবে। যখন নির্বাচনী কার্যক্রম শুরু হবে তখন কমিশনের আইন অনুযায়ী প্রচার চালাতে হবে। তার আগে যে যার মতো প্রচারণা চালাতে পারে।
আরও পড়ুন>> ভোটে গেলে আওয়ামী লীগ ১৪ হাজার ভোট পাবে: নজরুল
যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এ নিয়ে বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন সেটি দৃশ্যমান। আমরা যেহেতু মহিলাদের সংগঠন, সেহেতু আওয়ামী লীগ সরকার নারীদের জন্য যেসব উন্নয়নকাজ করেছে সেগুলো তুলে ধরবো। আমাদের অভিভাবক সংগঠন আওয়ামী লীগ। অন্য সহযোগী সংগঠনগুলো সরকারের উন্নয়ন তুলে ধরছে। এগুলো মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন। এটি আমাদের কর্তব্য। দেশের মানুষ আবারও যাতে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে, এজন্যই এ প্রচার-প্রচারণা।
এনএস/এমএইচআর/এমএস