ফয়জুল করীম
একতরফা নির্বাচন দিয়ে দেশকে সংঘাতে ঠেলে দেবেন না
জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিরোধীদলগুলোর দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
সরকারের উদ্দেশে তিনি বলেন, একতরফা নির্বাচন দিয়ে দেশকে নিশ্চিত সংঘাতে ঠেলে দেবেন না। জনগণের মনের কথা বোঝার চেষ্টা করুন। জনগণ সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় চায় না। একতরফা নির্বাচন দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন>> সংঘাতময় পরিস্থিতিতে তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন: ফয়জুল করীম
মুফতী ফয়জুল করীম নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, সরকারের মনবাসনা পূরণে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা দেবেন না। দেশকে আরও বিপর্যয়ের দিকে পতিত করবেন না। প্রয়োজনে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করে দেশকে রক্ষা করুন। সংকট থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন।
তিনি আরও বলেন, বিরোধীদলের অবরোধ ঠেকাতে আওয়ামী লীগ সহিংস ভাষায় কথা বলছে। জায়গায় জায়গায় মহড়া দিয়ে দেশে আতঙ্ক সৃষ্টি করছে সরকারদলীয় লোকজন।
এসএম/ইএ/এমএস