ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

পিটার হাসকে আক্রমণ করে কিছু বলিনি, রসবোধ থেকে বলছি: ইনান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১১ নভেম্বর ২০২৩

ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি বলেন, আমি ওনাকে ব্যক্তিগত আক্রমণ করে কিছু বলতে চাইনি। যেটি বলেছি, সেটি বাঙালির চিরাচরিত হাস্যরসাত্মবোধে যে কথাবার্তাগুলো সেভাবেই বলেছি।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে দেওয়া বক্তব্যের তার অবস্থান জানতে চাইলে জাগো নিউজকে তিনি একথা বলেন।

গত বুধবার (৮ নভেম্বর) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিএনপি-জামায়াতের ‘হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত করা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে’ সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ। আয়োজিত ওই সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপি-জামায়াতের ‘পৃষ্ঠপোষক’ বলে আখ্যা দিয়ে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এ বক্তব্যে বিষয়ে তার অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমি ওনাকে ব্যক্তিগত আক্রমণ করে কিছু বলতে চাইনি। আমি একজন শিক্ষার্থী হিসেবে ও ছাত্রসমাজের একজন মানুষ হিসেবে যেটি বলতে চাই সেটি হচ্ছে সব দেশেরই অভ্যন্তরীণ গণতান্ত্রিক অধিকার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমি বিশ্বাস করি। পিটার হাস একজন সম্মানিত কূটনৈতিক। তিনি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন। তার উচিত বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে সহায়তা করা। বাংলাদেশের আমেরিকার সঙ্গে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সামনের দিনগুলোতে সেটি অব্যাহত থাকবে। জাতির পিতার যে আদর্শ সবার সাথে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়। আমি সেটিতে বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে পিটার হাসকে আক্রমণ করিনি কিংবা তার প্রতি কোন বিরূপ মানসিকতা রেখে কথা বলিনি। যেটি বলেছি সেটি বাঙালির চিরাচরিত হাস্যরসাত্মবোধে যে কথাবার্তাগুলো সেভাবেই বলেছি। তার ব্যক্তিগত বিরুদ্ধে কিংবা তার জন্য ক্ষতিকর এরকম কিছু বলিনি।

তিনি বলেন, বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ গ্রহণ করবে৷ বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার তারা নিজেরা প্রয়োগ করবে। বাংলাদেশের বর্তমান উন্নয়ন অগ্রযাত্রা ও সুষ্ঠু, স্বাভাবিক ও সাংবিধানিক নির্বাচন প্রক্রিয়া সেটি আয়োজন করতে সহযোগিতা করবে।

আল সাদী ভূঁইয়া/জেএইচ/এএসএম