ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দ্বিতীয় দফায় অবরোধ

নয়াপল্টনে নেই নেতাকর্মীদের আনাগোনা, বিএনপির কার্যালয়ে এখনো তালা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৪ এএম, ০৫ নভেম্বর ২০২৩

গত এক সপ্তাহ ধরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে। দলটির ডাকা সারাদেশে দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি শুরুর আগের দিন শনিবার সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে দেখা গেছে। কার্যালয়ের সামনের সড়কে রাখা হয়েছে লোহার ব্যারিকেড। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। গত কয়েকদিন সেখানে বিএনপির নেতাকর্মীদেরও আনাগোনা দেখা যায়নি।

বিএনপির নয়াপল্টনে গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরদিন কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনের অংশের সড়কটি ‘ক্রাইম সিন’ করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়, অপরাধ তদন্তের জন্য পুলিশের আলামত সংগ্রহের কাজ শেষ না হওয়া পর্যন্ত কার্যালয়টি বন্ধ থাকবে। এসময়ে কার্যালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারবেন না। 

আরও পড়ুন: রোববার থেকে সারাদেশে ৬৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন 

এর পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো দিন-রাত সার্বক্ষণিক পুলিশের সতর্ক পাহারা রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ অবস্থায় গত কয়েকদিন সেখানে বিএনপির নেতাকর্মীদেরও আনাগোনা চোখে পড়েনি। 

jagonews24

এদিকে, বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকে আজ রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় দফায় ঢাকাসহ সারাদেশে টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। যা শেষ হবে আগামী মঙ্গলবার সকাল ৬টায়। সরকারবিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ এ সময়েও দলের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে একটি ব্যাংকের বুথের নিরাপত্তাকর্মী মো. রায়হান জাগো নিউজকে বলেন, গত ২৮ তারিখের পর থেকে একটি পাখিও বিএনপির অফিসের সামনে আসেনি। দিন-রাত ২৪ ঘণ্টা পুলিশ কার্যালয়ের সামনে বসে থাকে।

আরও পড়ুন: ঢাকাসহ সারাদেশে বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

সন্ধ্যায় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, লোহার তৈরি ১০টি ‘রোড ব্লক’ সেখানে রাখা হয়েছে। গত কয়েকদিন ধরে কার্যালয়ের সামনে পুলিশের ২০ জন সদস্য দায়িত্ব পালন করলেও শনিবার থেকে এ সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

সরকার পতনের এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ও সমমনা বিরোধীদলগুলোর ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি শুরুর আগের দিন শনিবার সন্ধ্যার পর রাজধানী ঢাকায় একের পর এক যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। বাদ যায়নি শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাসও। মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে রাজধানীতে চারটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১০টা নাগাদ এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিটি বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

jagonews24

সবশেষ রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

আরও পড়ুন: আরও ৪৮ ঘণ্টার অবরোধ দিলো বিএনপি

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা গ্রেফতার হয়েছেন।

কেএইচ/এমকেআর