পুলিশি পাহারায় নিরিবিলি নয়াপল্টন
টানা ৪ দিন ধরে কার্যত অবরুদ্ধ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। ২৮ অক্টোবর রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে কার্যালয়টি ঘেরাও করে রেখেছে পুলিশ। মূল ফটকে ঝুলছে তালা।
ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের কাউকে দেখা যায়নি।
পুলিশের ক্রাইম সিন ব্যারিকেডও তুলে নেওয়া হয়েছে।
বুধবার (১ নভেম্বর ) রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয় নগর, নাইটেঙ্গেল মোড় ও ফকিরাপুল এলাকা ঘুরে নিরিবিলি পরিবেশ দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে।
এদিকে, কার্যালয়ের দুই প্রান্ত ফকিরাপুল মোড় এবং নাইটেঙ্গেল মোড়েও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন রয়েছে। বিএনপির ডাকা ৩ দিনের অবরোধে দ্বিতীয় দিনে সকাল থেকে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীকে কার্যালয়ের সামনে আসতে দেখা যায়নি।
তবে গত তিন দিনে কার্যালয়ের আশপাশ থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াপল্টন বিএনপির কার্যালয় এলাকার শপিং মল ও দোকানপাটগুলো এখনও বন্ধ রয়েছে। রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতিও নেই বললে চলে।
কেএইচ/এসএনআর/এএসএম