নয়াপল্টনে নেতাকর্মীদের দাঁড়াতে নিষেধ করছে বিএনপি
সরকারের পদত্যাগের দাবিতে ২৮ অক্টোবরের ঘোষিত মহাসমাবেশের জন্য এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তারা ভিড় জমাতে শুরু করেন।
কিন্তু জুমার নামাজের পর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের দাঁড়াতে মানা করছে দলটি। মাইকে নেতাকর্মীদের সরে যেতে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। শৃঙ্খলার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্বাস আলী হ্যান্ড মাইক ব্যবহার করে নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য দলীয় নির্দেশনা প্রচার করছেন।
আরও পড়ুন>খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো, সিসিইউতে আছেন: ফখরুল
জানা গেছে, ঢাকার বাইরে থেকে যেসব নেতাকর্মী এসেছেন অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না। সে কারণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে এসে ভিড় জমাচ্ছেন তারা।
আরও পড়ুন> সমাবেশ নয়াপল্টনে, বাধা দিলে সরকারকে দায় নিতে হবে: ফখরুল
কেএইচ/এসএনআর/এএসএম