ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দুপুরে নয়াপল্টনে যুবদলের ‘যুব সমাবেশ’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৬ অক্টোবর ২০২৩

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ সমাবেশ শুরু হবে।

আরও পড়ুন> পশ্চিমা বিশ্বের সমর্থন আন্দোলনে সাহস জোগাচ্ছে: ফখরুল

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় যুব সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।

আরও পড়ুন> সিসিইউ থেকে আবারও কেবিনে খালেদা জিয়া

এদিকে, একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার (১৬ অক্টোবর) ঢাকায় যুব সমাবেশ করবে এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল। বিকেল ৩টায় রাজধানীর কাওরান বাজারের এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ।

কেএইচ/এসএনআর/জেআইএম