ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অক্টোবরে এ সরকারের সঙ্গে দেনা-পাওনার সব মীমাংসা হয়ে যাবে: দুদু

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আন্দোলন এখনো কিছুই দেখেননি। সেপ্টেম্বরের পর অক্টোবর আসবে। অক্টোবর হবে পতনের মাস, স্বাধীনতার, মানবাধিকার মাস। অক্টোবরে এ সরকারের সঙ্গে দেনা-পাওনার সব কিছু মীমাংসা হয়ে যাবে।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং আমানউল্লাহ আমান, সালাউদ্দিন আহমেদ, রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিনসহ নেতাদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘আমাদের দেশের ৫২ বছর বয়স হয়েছে। এ ৫২ বছর বয়সে আমাদের অর্জন যুক্তরাষ্ট্রের স্যাংশন ও ভিসা নীতি। কেন করেছে? কারণ বাংলাদেশে গণতন্ত্র নেই। ভোটের অধিকার নেই, মানবাধিকার নেই। এ কারণে যুক্তরাষ্ট্র আগে স্যাংশন দিয়েছিল এখন ভিসা নীতি কার্যক্রম শুরু করেছে। কেন বাংলাদেশের ওপর ভিসা নীতি আসবে? এটা কোনো আনন্দের সংবাদ নয়।’

তিনি বলেন, ‘যে দেশ এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে সেই দেশে এখন গণতন্ত্র নেই স্বাধীনতা নেই।’

সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে জনগণের যে চুক্তি। রাষ্ট্রকে মানুষ মানে, কর দেয়। কিন্তু রাষ্ট্র এখন দানবে রূপান্তরিত হয়েছে। এ সরকার দেশের জনগণকে দেখে না, তারা মানুষের সঙ্গে দানবের মতো আচরণ করছে। বর্তমান সরকার যত তাড়াতাড়ি পদত্যাগ করবে, তার জন্য, দেশের জন্য, মানুষের জন্য ততো তাড়াতাড়ি ভালো হবে। এ সরকারের পদত্যাগ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’

সংগঠনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএনপিরসহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

কেএইচ/এমআইএইচএস/এএসএম