ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মির্জা ফখরুল

খালেদা জিয়ার জীবন-মরণ বিষয়, সরকার চিকিৎসার ব্যবস্থা করছে না

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

‘খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে’-এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানের জন্য যুক্তরাষ্ট্রে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আমরা কিন্তু ভুলে যায়নি। আর খালেদা জিয়ার এটা জীবন-মরণ বিষয়। কিন্তু সরকার তার চিকিৎসার ব্যবস্থা করছে না।’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং যুগপৎ ধারার একদফা দাবিতে সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘এ মুর্হুতে দেশে যদি কেউ নির্যাতিত, বঞ্চিত থাকেন তিনি খালেদা জিয়া। তিনি একজন হ্যামিলিনের বাঁশিওয়ালা। তার ডাকে অসংখ্য মানুষ বেরিয়ে আসত, অথচ এ তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটক রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল প্রমুখ।

কেএইচ/এমআইএইচএস/জিকেএস