ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল, যুবদল নেতা জাকির হোসেনসহ অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী দোয়ায় অংশ নেন।

jagonews24

এদিকে, গাজীপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা কাজী সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, প্রচার সম্পাদক রাশেদুল হকসহ নেতাকর্মীরা।

আরও পড়ুন> দুপুরে সারাদেশে দোয়া, বিকেলে ঢাকায় সমাবেশ করবে বিএনপি 

এছাড়াও গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ঘোষিত টানা ১৫ দিনের কর্মসূচির চতুর্থ দিনে রাজধানীতে আজ পৃথক সমাবেশ করবে দলটি।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, উত্তরার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে যাত্রাবাড়ীর সমাবেশে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিশেষ অতিথি থাকবেন ড. আবদুল মঈন খান।

এদিকে, বিএনপির ঘোষিত টানা ১৫ দিনের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও তা আরও দুদিন বাড়িয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

কেএইচ/এসএনআর/জিকেএস