ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে ১২ দল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সরকারের পদত্যাগের দাবিতে চলমান একদফা আন্দোলনের কর্মসূচি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে ১২ দলীয় জোট।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বাসভবনে এ বৈঠক হবে।

জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও একদফার আন্দোলন সফল করার বিষয়ে আলোচনা হবে। বৈঠকে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

কেএইচ/জেডএইচ/এএসএম