ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আদিলুর-এলানের কারাদণ্ডে ১২ দলের উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ডের রায় নিয়ে উদ্বেগ জানিয়েছে ১২ দলীয় জোট।

শনিবার (১৬ সেপ্টেম্বর) জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা বলেন, আদিলুর রহমান খান এবং এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে রায় মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের গণতান্ত্রিক ভূমিকা পালনের সদিচ্ছাকে আরও দুর্বল করে দিতে পারে। যেই ক্ষমতায় থাকুক না কেন, ‘অধিকার’ কয়েক দশক ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং প্রতিবেদন তৈরি করেছে। গণতন্ত্রের অপরিহার্য অংশ হিসেবে মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার নিয়ন্ত্রণের প্রচেষ্টার নিন্দা জানাই।

আরও পড়ুন>> হেফাজতের তাণ্ডব: অধিকারের আদিলুর-এলানের ২ বছরের কারাদণ্ড

তারা বলেন, আজ আমরা এমন নির্মম, নির্দয় সময়ে এসে পড়েছি, যেখানে খোদ মানবাধিকার কর্মীদেরও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কোনো নিন্দা বা প্রতিবাদের তোয়াক্কা করা হচ্ছে না। ‘অধিকার’ একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল মানবাধিকার সংগঠন হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত। আইন-আদালতের কাজ নাগরিক ও মানবিক অধিকারগুলোর সুরক্ষা দেওয়া, কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আজ আইন-আদালতকে ব্যবহার করে নাগরিকের কণ্ঠরোধ করা হচ্ছে, মিথ্যা বা গায়েবি মামলায় ভিন্নমতাবলম্বীদের বিচারিক হয়রানি ও জেল-জুলুমে অপদস্থ করা হচ্ছে। আমরা দেশবাসীর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্ষমতার দাপটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আলেম ওলামা, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধ করে গদি রক্ষা করা যাবে না।

আরও পড়ুন>> হেফাজতের তাণ্ডব: অধিকারের আদিলুর-এলানের মামলার রায় আজ

বিবৃতিতে সই করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুর রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, জাস্টিস পার্টির সভাপতি সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহ উদ্দিন।

কেএইচ/ইএ/জেআইএম