বিএনপি কয়েকদিন পর সাদা পতাকা নিয়ে মিছিল বের করবে: সাঈদ খোকন
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন কালো পতাকা নিয়ে মিছিল করছে। কয়েক দিন পর তারা সাদা পতাকা নিয়ে মিছিল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা আত্মসমর্পণ করবে।
শনিবার (২৬ আগস্ট) পুরান ঢাকার চকবাজারে এক দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এসময় সাঈদ খোকন বলেন, কালো পতাকা হচ্ছে শোকের প্রতীক। বিএনপি সম্ভবত আন্দোলনে ব্যর্থ হয়ে কালো পতাকা নিয়ে মিছিল করেছে। আর সাদা পতাকা হচ্ছে আত্মসমর্পণের প্রতীক। কয়েকদিন পরে তারা সাদা পতাকা নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে আত্মসমর্পণের জন্য যাবেন। আমার ধারণা শেখ হাসিনা তাদের গ্রহণ করবেন এবং সুস্থ ধারায় রাজনীতি করার সুযোগ দেবেন।
সাবেক এ মেয়র বলেন, সবাইকে নিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। কারণ, দেশে যখন কোনো সমস্যা আসে তখন কোনো দল, ধর্ম-বর্ণ বিবেচনা করে আসে না। তাই আমরা সবাইকে নিয়ে জনগনের জন্য কাজ করতে চাই। জাতীয় সমস্যা সবাইকে নিয়ে মোকাবিলা করতে চাই।
বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার কথা স্বরণ করে সাঈদ খোকন বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে যাতে এগিয়ে যেতে না পারে, এ দেশের মানুষ যাতে স্বাধীনভাবে মাথা উচুঁ করে দাঁড়াতে না পারে এবং যে উদ্দেশ্য নিয়ে এ দেশের মানুষ মুক্তির সংগ্রাম করেছিল সে উদ্দেশ্য যাতে সফল না হতে পারে সেজন্য জাতির জনককে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা জাতির পিতা হত্যার বিচার করেছেন।
এমএমএ/এমআইএইচএস/জেআইএম