ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রাতেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিলের আমেজ

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৮ মার্চ ২০১৬

দীর্ঘ ছয় বছর পর বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে গত দুই দিন আগ থেকেই রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল সাজ সাজ রব।

এদিকে জাতীয় পর্যায়ের এ আয়োজন সফল করতে ১২টি উপকমিটি গঠন করেছে বিএনপি।  প্রতিটি কমিটি একাধিকবার বৈঠক করে কাউন্সিল সফল করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

শুক্রবার রাত সোয়া ৮টায় কাউন্সিলস্থল ঘুরে দেখা গেছে, বিএনপির শীর্ষ নেতারা একের পর এক এসে চলমান কাজ পর্যবেক্ষণ করছেন। দ্রুত কাজ শেষ করার তাগিদও দিচ্ছেন তারা।

দেখা গেছে পুরো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও এর আশপাশের দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। উৎসবমুখর আয়োজনে অনেকে আবার রাতভর কাউন্সিলস্থলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের পদভারে এই এলাকাটি যেন ভিন্ন রূপ লাভ করেছে। পরিস্থিত এমন হয়েছে যে মনে হচ্ছে কাউন্সিল অধিবেশন যেন শুরু হয়ে গেছে।

এদিকে হাজার হাজার মানুষের সরব উপস্থিতিতে বাকি কাজগুলো সম্পন্ন করার কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে দেখা গেছে।

এই প্রতিবেদন লেখার সময় পুরো এলাকাকে পোস্টার দিয়ে ঢেকে দেয়া হয়েছে। অনেককে আবার বিভিন্ন নেতার নাম উল্লেখ করে স্লোগানও দিতে দেখা গেছে।

এমএম/এসকেডি/এমএস

আরও পড়ুন