রাজপথে গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করা হবে: গণফোরাম
রাজপথে গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে বিদায় করা হবে মন্তব্য করেছেন গণফোরামের একাংশের নেতারা।
শনিবার (২৯ জুলাই) দলের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন। ঢাকার প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর পুলিশ ও দলীয় গুন্ডা বাহিনী দিয়ে ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবিৃতি দেন তারা।
নেতৃদ্বয় বলেন, পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টি করতে এ ফ্যাসিবাদী আওয়ামী সরকার আজ বিএনপি ও গণফোরামসহ গণতন্ত্রকামী অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জনতার পক্ষে দেশে শান্তি ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে যে গণআন্দোলন শুরু হয়েছে তা নস্যাৎ করতে জনতার ওপর হামলা চালিয়েছে পুলিশ। এ হামলার সব দায়ভার আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে। গুলি করে, লাঠিচার্জ করে এ দেশের বিপ্লবী জনতার আন্দোলন থামানো যাবে না।
নেতৃদ্বয় ঢাকার প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর পুলিশ ও দলীয় গুন্ডা বাহিনী দিয়ে ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কেএইচ/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৬ বছর দিল্লি ছাড়া হাসিনাকে কোনো দেশ সমর্থন করেনি: রিজভী
- ২ নির্বাচনের জন্য ৪ থেকে ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়
- ৩ তাবলিগের দু’পক্ষকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ৪ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হলেন আরও ৪০ জন, মোট ১৪৭
- ৫ বিএনপিকে ত্রাসের রাজনীতি থেকে সরে আসার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের