ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নয়াবাজার মোড়ে আওয়ামী লীগের অবস্থান, নিরাপত্তা জোরদার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৮ এএম, ২৯ জুলাই ২০২৩

বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির একই দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগও ঢাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর নয়াবাজার (বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখ) মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। একই মোড়ে আজ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা রয়েছে বিএনপির।

এদিকে ঢাকার প্রবেশমুখগুলোতে বড় দুই দলের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শক্ত অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: আওয়ামী লীগও ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবে

সরেজমিনে দেখা গেছে, শনিবার (২৯ জুলাই) সকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফা জালাল মহিউদ্দিন ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের ভাইস প্রেসিডেন্ট সরফদ্দিন আহম্মেদ সেন্টুসহ শতাধিক নেতাকর্মী নয়াবাজার মোড়ে অবস্থান নেন। একই মোড়ে বেলা ১১টায় বিএনপির অবস্থান কর্মসূচি রয়েছে।

jagonews24

পুলিশের লালবাগ জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিদ কবির সেনিয়াবাত জাগো নিউজকে বলেন, রাজধানীর কোনো প্রবেশমুখে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমরা নজর রাখবো।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফা জালাল মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি যেন কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি।

আজ বেলা ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে নয়াবাজার বিএনপি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ঢাকার সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে মহাসমাবেশ করেছে দলটি। মহাসমাবেশ থেকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

jagonews24

এরপর রাতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পক্ষ থেকেও শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

তবে রাজনৈতিক কর্মসূচির সুযোগ নিয়ে কাউকে সড়ক অচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

জেএ/এমকেআর/এমএস