ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

৯০ দিনে পারেননি, আর পারবেন না: আব্দুর রাজ্জাক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৮ জুলাই ২০২৩

বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ৯০ দিন একটানা আন্দোলন করেও সরকার পতন করতে পারেননি, আগামী দিনেও পারবেন না।

শুক্রবার (২৮ জুলাই) বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে ক্ষমতাসীনদের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

ড. রাজ্জাক বলেন, আজকেই না কি তাদের (বিএনপি) শেষ আন্দোলনের ঘোষণার দিন। এর বিরুদ্ধে আজকে তরুণদের সমাবেশ। বিএনপি অতীতে সফল হয়নি, আগামী দিনেও পারবে না। আমাদের বক্তব্য- সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শেখ হাসিনা দায়িত্বে থাকবেন, আর নির্বাচন অনুষ্ঠান করবে কমিশন। যারা বানচাল করতে চায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আমাদের ছাত্র ও যুব সমাজ ষড়যন্ত্রকে প্রতিহত করবে।

তিনি বলেন, ৯০ দিন একটানা আন্দোলন করেও সরকার পতন করতে পারেননি, আগামী দিনেও পারবেন না। শেখ হাসিনা সরকার গঠন করবে। বাংলাদেশ হবে শান্তির ও গর্বের দেশ।

বিকেল সোয়া ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শান্তি সমাবেশ।

এতে সভাপতিত্বে করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু যৌথভাবে সঞ্চালনা করছেন।

সমাবেশে আরও অংশ নিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

শান্তি সমাবেশ উপলক্ষে দুপুর থেকে রাজধানীর ঢাকার বিভিন্ন ইউনিট এবং দেশের বিভিন্ন জেলা থেকে তিন সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে।

এসইউজে/জেডএইচ/এএসএম