ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সমাবেশের বিষয়ে আইজিপি কার্যালয়কে অবহিত করলো জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৪ জুলাই ২০২৩

আগামী ২৮ ও ৩০ জুলাই দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট ঢাকায় সমাবেশের বিষয়ে আইজিপি কার্যালয়কে অবহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বিক্ষোভ ও সমাবেশে সহযোগিতার আবেদন নিয়ে আইজিপি কার্যালয়ে যান জামায়াতের একটি প্রতিনিধি দল। তবে এদিন আইজিপির সঙ্গে দেখা হয়নি তাদের। আগামীকাল মঙ্গলবার দেখা করার চেষ্টা করবে দলটি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এস এম কামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি গোলাম রহমান ভুইয়া, সাবেক সহ-সভাপতি জালাল উদ্দীন ভুইয়া, আইনজীবী রেজাউল করিম খন্দকার, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: সহযোগিতা চেয়ে আইজিপির সঙ্গে দেখা করবেন জামায়াতের নেতারা

এস এম কামাল উদ্দিন বলেন, আমরা আইজিপি কার্যালয়ে আমাদের দেশব্যাপী কর্মসূচি বিষয়ে অবহিত করতে এসেছি। অবহিত করলাম। আজ আমাদের আইজিপির সঙ্গে সরাসরি দেখা হয়নি। আগামীকাল আমরা দেখা করার চেষ্টা করবো এবং তখন আমাদের কর্মসূচির বিষয় নিয়ে কথা বলবো, সহযোগিতা চাইবো।

অনুমতি না দিলে করণীয় কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের সাংবিধানিক অধিকার।

কেএইচ/বিএ/এএসএম