ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অতীতের রেকর্ড ছাড়িয়েছে গুম-খুন : মান্না

প্রকাশিত: ০৯:৪২ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

দেশে অপহরণ ও গুমের ঘটনা অতীতের যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে অভিযোগ করেছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

মান্না বলেন, গত নয় মাসে দেশে ৮২টি অপহরণ ও গুমের ঘটনা ঘটেছে; যা অতীতের যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, গুম ও খুন সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আইন-শৃংঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। গুমের শিকার পরিবারগুলো সরকারের কাছে তাদের স্বজনদের খুঁজে পাওয়ার জন্য আবেদন জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন,  বিশ্ব মানবাধিকার দিবসে দেশের ১৬ কোটি মানুষের দায়িত্ব হচ্ছে সরকারকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাবদিহিতার ব্যবস্থা করা। অবৈধভাবে ক্ষমতায় থেকে যারা মানুষের অধিকারকে হরণ করছে তাদেরকে জবাব দিতে হবে।

সংগঠনের মহাসচিব মঞ্জুর হোসেন ঈশার সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী প্রমুখ।