ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সস্ত্রীক যুক্তরাষ্ট্রে গেলেন শামীম ওসমান

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৫:৪০ এএম, ১৩ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের যুক্তরাষ্ট্র ভিসা বাতিল হয়েছে- সাম্প্রতিক সময়ে এমন গুঞ্জনের মধ্যে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে গেলেন তিনি।

বুধবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যায় এ দুজন নিউইয়র্কের বিমানবন্দরে গিয়ে পৌঁছান। তাদের একমাত্র ছেলে অয়ন ওসমান এ সম্পর্কিত একটি ভিডিও তার ব্যক্তিগত ফেসবুক অ্যকাউন্টে আপলোড করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, তার বাবা ও মা নিরাপদে নিউইয়র্কে পৌঁছেছেন।

এর আগে খবর প্রকাশিত হয়েছিল শামীম ওসমানের আমেরিকার ভিসা বাতিল হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে দেশের কয়েকজনের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে আমেরিকা থেকে- তার মধ্যে শামীম ওসমানের নাম ছিল বলেও গুঞ্জন ছিল। যদিও পরবর্তীতে শামীম ওসমান একাধিক বক্তব্যে এটাকে অস্বীকার করে বলেছেন, তার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে। তার ভিসা বাতিল হয়নি। তার আগে ২০২১ সালের জুনে শামীম ওসমান ও লিপি সবশেষ নিউইয়র্কে গিয়েছিলেন।

আমেরিকা পৌঁছে শামীম ওসমান এক অডিওবার্তায় বলেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের এ বিষয়গুলো নিয়ে এ ধরনের অপপ্রচার চালায় তারা বাংলাদেশের বন্ধু না দুশমন। তাদের মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশও একটি গণতান্ত্রিক দেশ।

মোবাশ্বির শ্রাবণ/এমএএইচ/