গণফোরাম-পিপলস পার্টির সঙ্গে বৈঠকে বিএনপি
সরকার পতনের এক দফা আন্দোলনে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে গণফোরাম এবং বাংলাদেশ পিপলস পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।
শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী, মহাসচিব আব্দুল কাদের উপস্থিত রয়েছেন।
কেএইচ/এমএএইচ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৬ বছর দিল্লি ছাড়া হাসিনাকে কোনো দেশ সমর্থন করেনি: রিজভী
- ২ নির্বাচনের জন্য ৪ থেকে ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়
- ৩ তাবলিগের দু’পক্ষকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ৪ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হলেন আরও ৪০ জন, মোট ১৪৭
- ৫ বিএনপিকে ত্রাসের রাজনীতি থেকে সরে আসার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের