ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সমাবেশের অনুমতি চাইতে ফের ডিএমপিতে জামায়াতের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৬ জুন ২০২৩

অনুমতি না মেলায় ৫ জুনের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে জামায়াতে ইসলামী। তবে ১০ জুন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দুপুর ২টায় নতুন করে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। সেই কর্মসূচির অনুমতি চাইতে আবারও ডিএমপি কার্যালয়ে গেছে দলটির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৪টা ১০ মিনিটে জামায়াতের আট সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে যায়।

প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হোসাইন, অ্যাডভোকেট জালাল আহমেদ, মো. তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

আরও পড়ুন: বিএনপির ‘ভুল’ ভাঙার অপেক্ষায় জামায়াত

Jamaat-2.jpg

ডিএমপিতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবে জামায়াতের প্রতিনিধি দল।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের নেতা ও অন্য ওলামাদের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ৫ জুন জামায়াতের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল।

টিটি/জেডএইচ/এমএস