ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জ্বর কমলেও কাশি-শারীরিক দুর্বলতায় ভুগছেন ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৫ মে ২০২৩

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর পান্থপথ এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন কাশি ও শারীরিক দুর্বলতায় ভুগছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে তাকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

আরও পড়ুন>> ফের করোনা আক্রান্ত ফখরুল

মির্জা ফখরুলের সঙ্গে দেখা করার পর ডা. রফিকুল ইসলাম বলেন, মহাসচিবের কাশি ও জ্বর ছিল। এখন জ্বর কমলেও কাশি ও শারীরিক দুর্বলতা আছে। তবে তিনি মোটামুটি ভালো আছেন। চিকিৎসকের পরামর্শে তার প্রয়োজনীয় সবধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে গত ২২ মে হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এর আগে তিনি দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হন।

কেএইচ/এমএএইচ/জিকেএস