ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

৪৮ বছর পরে কার স্বার্থে কর্নেল নাজমুল হত্যা মামলা, প্রশ্ন অলির

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১২ মে ২০২৩

১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম খুনের ৪৮ বছর পর তার মেয়ে একটি হত্যা মামলা করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে এ মামলায় জিয়াউর রহমানকে হুকুমের আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

শুক্রবার (১২ মে) রাজধানীর কারওয়ানবাজারে এফডিসি গেট সংলগ্ন এলডিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

অলি আহমদ বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কোনোভাবেই জড়িত নন। তিনি যদি জড়িত থাকতেন তাহলে হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালে মামলা হতো।

আরও পড়ুন: বীর বিক্রম নাজমুল হুদা খুনের ৪৮ বছর পর মামলা, নির্দেশদাতা জিয়া

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেও কেন মামলায় করেনি প্রশ্ন রেখে এলডিপি প্রেসিডেন্ট বলেন, নাজমুল হুদার স্ত্রী মামলা করলেন না কেন? ৪৮ বছর পরে মেয়েকে দিয়ে কার স্বার্থে মামলা করানো হলো সে প্রশ্নও করেন অলি আহমদ।

তিনি বলেন, নিত্যপণ্যের চড়ামূল্যে মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের মানুষ এখন স্বাধীনভাবে মতামতও প্রকাশ করতে পারে না। এই অবস্থায় আগামী নির্বাচনের আগে ফায়দা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে কর্নেল নাজমুল হুদা হত্যা মামলায় জিয়াউর রহমানকে জড়িয়েছে সরকার। দেশের মানুষ এই ষড়যন্ত্র মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এলডিপি প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ/কেএসআর/এএসএম