শেখ হাসিনা মাদরাসা শিক্ষার স্বীকৃতি দিয়েছেন: সবুর
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মাদরাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন। এখন মাদরাসা শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করতে পারছেন। আগের কোনো সরকারই মাদরাসা শিক্ষার্থীদের কথা ভাবেনি। মাদরাসা শিক্ষার আরও উন্নয়ন ও যুগোপযোগী করার জন্য কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
শুক্রবার (৫ মে) কুমিল্লার দাউদকান্দি উপজেলার জামি’আ ইসলামিয়া মদিনাতুল উলূম লক্ষ্মীপুর মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়কালে এ কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করছেন। যা দেশের জন্য গৌরবের। মাদরাসার শিক্ষার্থীরাও এখন দেশের উন্নয়নে বিভিন্নভাবে অংশীদার হচ্ছেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়নের পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিষয়াদি বিবেচনায় রেখে ইসলামের প্রচার-প্রসারে কার্যকরী নানা ব্যবস্থা নিয়েছেন। দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় ইসলামের প্রচার-প্রসারের স্থপতিও বঙ্গবন্ধু। ইসলাম সম্পর্কে গবেষণা, প্রচার-প্রসার ও এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তিনি।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করছে, যা বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন আবদুস সবুর।
এসইউজে/এমএএইচ/এএসএম