বিএনপির সঙ্গে গণফোরাম-পিপলস পার্টির বৈঠক শনিবার
যুগপৎ আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার) গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে দলের লিয়াজোঁ কমিটির বৈঠক হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুসহ অন্যরা অংশ নেবেন।’
কেএইচ/এএএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৬ বছর দিল্লি ছাড়া হাসিনাকে কোনো দেশ সমর্থন করেনি: রিজভী
- ২ নির্বাচনের জন্য ৪ থেকে ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়
- ৩ তাবলিগের দু’পক্ষকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ৪ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হলেন আরও ৪০ জন, মোট ১৪৭
- ৫ বিএনপিকে ত্রাসের রাজনীতি থেকে সরে আসার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের