ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সরকার ক্ষমতা ছাড়বে না : নাসিম

প্রকাশিত: ০৮:০৪ এএম, ১৭ জুলাই ২০১৪

মেয়াদ শেষ হওয়ার আগে সরকার  ক্ষমতা ছাড়বে না, ফলে আন্দোলন করে লাভ নাই নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত আওয়ামী লীগ সমর্থক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতীতেও নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। ২০০১ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে আমরা চূড়ান্ত আন্দোলন করেছিলাম। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে তারা ক্ষমতা ছাড়েনি। এখনও সেই নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোন লাভ হবে না।

বিএনপির উদ্দেশ্যে নাসিম বলেন, ঈদের পর আন্দোলন করবেন। প্লেয়ার না থাকায় ব্রাজিল কিন্তু সাত গোলে হেরেছে, আর্জেন্টিনা ভালো খেলেও হেরে গেল।কিন্তু আমরা নির্বাচনে ভালো খেলেই জিতেছি। আর আপনি খেলার ভয়ে মাঠেই নামলেন না। তার চেয়ে আপনাকে অনুরোধ করি, প্রস্তুত হন, দল গোছান, ২০১৯ সালেই নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য প্রস্তুত হন।

সংগঠনের চেয়ারম্যান আবদুল হক সবুজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।