ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতি ব্রিটেনের চেয়ে ভালো: নাছির

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০১:০২ এএম, ০৮ এপ্রিল ২০২৩

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বাংলাদেশের আর্থ-সামাজিক পরিস্থিতি ব্রিটেনের চেয়ে অনেক ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব ও দেশ পরিচালনার কারণে এমনটা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘ব্রিটেনের নাগরিকদের হাতে অর্থ আছে। কিন্তু তারা চাইলেও বাজার থেকে ৬টির বেশি ডিম কিনতে পারেন না। সেখানে সরকার প্রত্যেকটি ভোগ্যপণ্য ক্রয়ে নির্দেশনা জারি করেছে। অথচ আমাদের দেশে ডিমের দাম ১৩০ টাকা হওয়া সত্ত্বেও ইচ্ছামতো ডিম কিনতে পারছে মানুষ। পবিত্র রমজানে দুই বেলা দুমুঠো মাছ-মাংস দিয়ে ভাত খেতে পারছে। সারা বিশ্বে যখন খাদ্য পরিস্থিতি চরমে, তখন বাংলাদেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে। দেশের এমন সুষ্ঠু পরিস্থিতি আলাদিনের চেরাগের কারণে নয়, সুন্দর পরিকল্পনায় দেশ পরিচালনার কারণে সম্ভব হয়েছে।’

শুক্রবার (৭ এপ্রিল) চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন। এদিন তিনি পাঁচলাইশ বায়েজিদ, বোয়ালখালী পশ্চিম গোমদন্ডী এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।

দিনভর প্রচারণার প্রথম কর্মসূচির মধ্যে বায়েজিদ নাগরিক সোসাইটি এলাকায় সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু তাহেরের বাসভবনে উঠনা বৈঠক হয়। পরে নির্বাচনী প্রচারণা দলটি বোয়ালখালী পশ্চিম গোমদন্ডী মিয়ার মসজিদে জুমার নামাজ আদায় শেষে সেখান থেকে গণসংযোগ শুরু করে। এরপর তারা বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

পরে তারা বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. আবু তাহের, সদস্য হাজী বেলাল আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, যুবলীগ নেতা লিটন রায় চৌধুরী, সুমন দেবনাথ, শ্রমিকলীগ নেতা মো. এয়াকুব, জমির উদ্দিন, মো. সরওয়ার আলম, শাহ আলম সিকদার, মাহবুবুল আলম রাসেল, একরামুল হক মুন্না, মিজানুর রহমান সেলিম, আবদুল মান্নান রানা, শফিকুল আলম, সাইদুর রহমান খোকা অংশ নেন।

ইকবাল হোসেন/এএএইচ