ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৯ মার্চ ২০২৩

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম)।

রোববার (১৯ মার্চ) এক শোক বার্তায় দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জিএম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, জীবনের যেন মূল্যই নেই। এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল। অথচ, কোনো প্রতিকার নেই। যেন সড়ক দুর্ঘটনারোধে কারোর কোনো দায় নেই। প্রতিদিনের দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা।

তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক সহায়তা দিতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

মাদারীপুরের শিবচর উপজেলার ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

রোববার (১৯ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এসএম/এমআরএম/এমএস

টাইমলাইন

  1. ০৪:৪২ পিএম, ২১ মার্চ ২০২৩ গতি নিয়ন্ত্রণে মহাসড়কে পুলিশ, ৩১ যানবাহনের বিরুদ্ধে মামলা
  2. ০৫:৪৮ পিএম, ২০ মার্চ ২০২৩ ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে তদন্ত কমিটি
  3. ০৪:৫১ পিএম, ২০ মার্চ ২০২৩ ঘুমচোখে বাস চালাচ্ছিলেন চালক, ৩৩ ঘণ্টায়ও নেননি বিশ্রাম
  4. ১০:৪৯ এএম, ২০ মার্চ ২০২৩ ইমাদ পরিবহনের মালিকের বিরুদ্ধে মামলা
  5. ০৫:৫৩ পিএম, ১৯ মার্চ ২০২৩ নিহত পরিবারকে ২৫, আহতদের ৫ হাজার করে অনুদান
  6. ০৫:২২ পিএম, ১৯ মার্চ ২০২৩ মাদারীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা তদন্তে কমিটি
  7. ০৫:১১ পিএম, ১৯ মার্চ ২০২৩ নিহত ১৯ জনের মধ্যে ১৪ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
  8. ০৪:৫৩ পিএম, ১৯ মার্চ ২০২৩ মাস্টার্সের সার্টিফিকেট নেওয়া হলো না আফসানার
  9. ০২:২৯ পিএম, ১৯ মার্চ ২০২৩ প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল: জিএম কাদের
  10. ০২:২৫ পিএম, ১৯ মার্চ ২০২৩ মারা গেছেন স্ত্রী-কন্যা, একমাত্র ছেলেও হাসপাতালে
  11. ০২:১০ পিএম, ১৯ মার্চ ২০২৩ চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় বাস: ফায়ার সার্ভিস
  12. ০১:৫৪ পিএম, ১৯ মার্চ ২০২৩ সন্ধান মিলছে না খুলনার ৩ যাত্রীর
  13. ১২:০৫ পিএম, ১৯ মার্চ ২০২৩ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯
  14. ১২:০১ পিএম, ১৯ মার্চ ২০২৩ ঢাকা মেডিকেলে দুইজনের মৃত্যু, চিকিৎসাধীন ৭
  15. ১০:৫৫ এএম, ১৯ মার্চ ২০২৩ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭
  16. ০৯:৪৯ এএম, ১৯ মার্চ ২০২৩ মাদারীপুরে এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে, নিহত বেড়ে ১৬
  17. ০৮:৫২ এএম, ১৯ মার্চ ২০২৩ মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৪