খালেদার সঙ্গে বৈঠককারীদের গ্রেফতার দাবি
গত বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করা প্রশাসনিক কর্মকর্তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে মেয়র হানিফের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন, প্রশাসনিক কর্মকর্তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতেই পারেন। তবে গোপন বৈঠক সরাসরি ষড়যন্ত্রের অংশ। খালেদা জিয়া দলের প্রতি বিশ্বাস ও আস্থা হারিয়ে হতাশ কিছু আমলাদের নিয়ে একটি বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। গণতান্ত্রিক আন্দোলন করলে আমাদের কোনো আপত্তি নেই। তবে ষড়যন্ত্র করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, যে দল নিজের ছাত্রদল ও শ্রমিক দলের অন্তঃকলহ নিরসন করতে ব্যর্থ তারা এখন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সরকার উৎখাতে ব্যস্ত। এটা হাস্যকর চেষ্টা।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, নিশা দেশাই বিসওয়াল এসেও তো আপনাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যেতে পারেনি। আপনাকে দুই নম্বর থেকে তিন নম্বর নেতা বানিয়ে দিয়েছে।
বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর