ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গণতন্ত্র এখন মরদেহ : রিজভী

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

আজ্ঞাবাহী নির্বাচন কমিশন দিয়ে সরকার নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার বিকেলে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ভোটারবিহীন সরকারের আক্রমণে গণতন্ত্র এখন মরদেহে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, পচনের গন্ধ যেন না ওঠে সেজন্য নির্বাচন কমিশন গণতন্ত্রের মরদেহে আগরবাতির ধোঁয়া আর গোলাপ জল ছিটাচ্ছে।

রিজভী আহমেদ বলেন, ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দান, হুমকি-ধমকি এবং তুচ্ছ অজুহাতে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা বিএনপি মনোনীত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে নির্বাচন কমিশন। এতে প্রায় ১১৪ জনের মতো বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে না পারাসহ তাদের প্রার্থিতা হারিয়েছেন।

এর কারণ হলো নির্বাচন কমিশন সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করতে একেবারেই মরিয়া। এধরনের ঘটনা এদেশে নজীরবিহীন। ভোট হচ্ছে গণতন্ত্রের একটি বড় উপাদান, মানুষের ভোটছাড়া গণতন্ত্রবিনাশী নির্বাচন করতে নির্বাচন কমিশনের এই কৃতিত্ব(?) জাতি চিরদিন মনে রাখবে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন রুহুল কবির।

এমএম/একে/এবিএস