ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আবারও আসছে বিএনপির বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ ও পূর্বঘোষিত ১০ দফা দাবি আদায়ে সোমবার (১৬ জানুয়ারি) দেশের সব মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল করবে বিএনপি। এটি সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি।

এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি আবারও বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি। ওই দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে এ কর্মসূচি দিতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, রাজধানীতে সোমবারের কর্মসূচি শুরু হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এদিন দুপুর ২টায় মিছিল বের করবে দলের নেতাকর্মীরা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন সিনিয়র নেতারা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আরও পড়ুন: ডোনাল্ড লুর সফরে ‘নজর’ বিএনপির, বৈঠক নিয়ে ‘সংশয়’

এছাড়া বিএনপি স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ কর্মসূচিতে অংশ নেবেন। তবে হাসপাতালে ভর্তি থাকায় এ কর্মসূচিতে থাকছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে যুগপৎ আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে গণতন্ত্র মঞ্চ বেলা ১১টায় কারওয়ান বাজারে এনার্জি রেগুলেটরি কমিশন ভবন সামনে, এলডিপি দুপুর ২টায় পান্থপথে দলের কার্যালয়ের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পল্টনে দুপুর ২টায় প্রীতম হোটেলের উল্টো দিকে আলরাজী ভবনের সামনে এবং গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সকাল সাড়ে ১০টায় একই কর্মসূচি করবে।

আরও পড়ুন>> যুদ্ধে নেমেছি, এ যুদ্ধে জয়ী হবোই: ফখরুল

তবে নেতাকর্মীদের গ্রেফতার এড়াতে কৌশলগত কারণে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি করবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গত ১১ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। পরিবর্তিত এ কর্মসূচিতে বলা হয়, জেলা শহর বাদে সারাদেশে সব মহানগর ও উপজেলায় সমাবেশ-মিছিল করবে বিএনপি।

আরও পড়ুন>> স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকারের পদত্যাগের দাবিসহ গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পক্ষে ১০ দফা ঘোষণা করেছি। এসব দাবি আদায়ে যুগপৎভাবে আমরা রাজপথে নেমেছি। ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা রাজপথে থাকবো।

কেএইচ/এএএইচ