দেশে ফিরলেন নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন।
পবিত্র ওমরাহ পালন শেষে মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জান্তিক বিমানবন্দরে আসেন। দুপুর ১২টার পর ইমিগ্রেশন পেরিয়ে বিমানবন্দর থেকে বের হন তিনি।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক আবু হানিফ জাগো নিউজকে এ তথ্য জানান।
গণঅধিকার পরিষদের নেতারা জানিয়েছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল নুরুল হক নুরের। তবে কর্মসূচি আগেই শেষ হয়ে যাওয়ায় নুর সেখানে যাননি। কিছুক্ষণ পর গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন তিনি।
আরও পড়ুন>> নুরের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: গণতন্ত্র মঞ্চ
ডিসেম্বরের শেষদিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ করতে তিনি। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এএএম/এএএইচ/এমএস