ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নীল-সাদার টানাটানির কবলে ঢাবি উপাচার্য

প্রকাশিত: ১০:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই গ্রুপের টানা-হেচড়ার কবলে পড়েন কেন্দ্রীয় শহীদ মিনারে। শনিবার রাতে শহীদ মিনার চত্বরে বিএনিপ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে নীল দল এবং সাদা দলের শিক্ষকরা এ ঘটনা ঘটান। এতে উপাচার্য বড়ই ক্লন্ত হয়ে পড়েন। ক্লান্ত উপাচার্যকে ঘামতেও দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১টা ১৫ মিনিটের দিকে সাদা দলের শিক্ষক নেতারা উপাচার্যকে অনুরোধ জানান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। সাদা দলের (বিএনপিপন্থি) শিক্ষকদের কেউ কেউ উপাচার্যের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকেন শহীদ মিনারের সামনের রাস্তায়।

এরপরেই নীল দলের ( আওয়ামীপন্থি) শিক্ষকরা এগিয়ে এসে উপাচার্যের দু`হাত ধরে টেনে নিয়ে যেতে থাকেন শহীদ মিনারের মূল বেদীর দিকে। এসময় শিক্ষকদের টানাটানিতে উপাচার্যকে বিব্রত হতে দেখা যায়। যদিও পরবর্তীতে বিএনপি নেত্রীকে স্বাগত জানাতে দেখা যায় উপাচার্যকে। এর জন্য অবশ্য উপাচার্যকে ধন্যবাদও জ্ঞাপন করেন সাদা দলের শিক্ষকরা।

উল্লেখ্য,  রাত ১টা ২০ মিনিটের দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়া। এর আগে মৎস্য ভবন ও দোয়েল চত্বর এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে খালেদার জিয়ার গাড়ি বহর। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

এএসএস/ এসআই/বিএ