ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মৌলভীবাজার-৪

অপ্রতিদ্বন্দ্বী উপাধ্যক্ষ শহীদ, মনোনয়নে লড়বেন রফিকুর-মনসুরুলও

সালাহ উদ্দিন জসিম | প্রকাশিত: ০৯:১৫ এএম, ২২ অক্টোবর ২০২২

মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী উপাধ্যক্ষ আবদুস শহীদ। ১৯৯১ সাল থেকে টানা তিন দশক তিনিই দলীয় মনোনয়ন পেয়ে আসছেন। নির্বাচিতও হচ্ছেন তিনি। তার বাইরে কাউকে মনোনয়ন দেওয়ার কথা যেমন দলীয় নেতারা ভাবেননি, তেমনি অনেক ভোটারও জানে না এখানে অন্য কোনো নেতা আছেন কি না!

তবে উপাধ্যক্ষ আবদুস শহীদ টানা ছয়বার মনোনয়ন পাওয়া এবং নির্বাচিত হওয়ার সুযোগে স্বৈরাচারী হয়ে উঠেছেন বলে অভিযোগ দলীয় নেতাদের। তবে তার দাবি, তিনি দলের নেত্রী ও জনগণের মন জয় করতে পেরেছেন বলেই মনোনয়ন এবং জয় পান।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বর্তমান এমপি উপাধ্যক্ষ আবদুস শহীদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলগঞ্জ উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক।

মনোনয়নের বিষয়ে উপাধ্যক্ষ আবদুস শহীদ জাগো নিউজকে বলেন, ‘আমি কালো টাকার বিরুদ্ধে লড়াই করে যতবার নির্বাচনে প্রার্থী হয়েছি, বিপুল ভোটে জয়লাভ করেছি। আর এটার কারিশমা জননেত্রী শেখ হাসিনা ও জনগণের। নেত্রী মনোনয়ন দেন এবং জনগণ ভোট দেন বলেই আমি পাস করি।’

তিনি বলেন, ‘আমি এবারও দলের প্রার্থী হবো, মনোনয়ন চাইবো। মনোনয়ন পাইলে নির্বাচনও করবো। আর মনোনয়ন কেন পাবো না? ছয়বার নির্বাচিত, দলের মধ্যে আস্থাভাজন, দলতো সেটা বিবেচনা করবে।’

‘এলাকার মানুষের যত ধরনের কর্মকাণ্ড, নাগরিক সুবিধা, সবই আমাদের নেতাদের পরামর্শ নিয়ে করি। একটা টিউবওয়েল দিতে হলে বলি দলের নেতাদের সুপারিশ নিয়ে এসো। একটা রাস্তা করতে হলে আমাদের নেতাদের ডেকে জিজ্ঞাস করি, জনগণের কতটুকু উপকার হবে। এগুলো আমার নির্বাচনী এলাকায় কাজ করার প্রক্রিয়া।’

তবে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তিনবারের উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান বলেন, আমি গতবারও মনোনয়ন চেয়েছি। এবারও চাইবো, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘এটা আওয়ামী লীগের আসন। ব্যক্তিবিশেষের আসন নয়। এখানে যাকেই নৌকা দেন, পাস করবে। উনি (আবদুস শহীদ) বারবার মনোনয়ন পান এবং নির্বাচিত হন, যার কারণে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব চলে এসেছে। দলের লোকদের এবং সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওনার ভাইয়েরা দুর্নাম কুড়িয়েছে। বিভিন্ন মার্কেটে যে চাঁদাবাজি করছেন তাতে মানুষ অতিষ্ঠ ওনার ওপর। উনি সরকারি জায়গা দখল করছেন। এখন রাজনীতির চেয়ে নিজের সম্পত্তি বাড়াতে ব্যস্ত। অঢেল সম্পত্তির মালিক হয়েছেন এমপি হওয়ার কারণেই। এ কারণে তিনি জনগণের থেকে অনেক দূরে চলে গেছেন।’

‘মাঠে গিয়ে দেখেন, সাধারণ মানুষ কী বলে! মানুষ যদি ভালো বলে অবশ্যই আমি তাকে সমর্থন করবো। আমি কমলগঞ্জের তিনবারের উপজেলা চেয়ারম্যান, গতবারও আমি নৌকা নিয়ে আসছি, উনি ওনার ভাই ইমতিয়াজ আহমদ বুলবুলকে নৌকার বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। উনি কয়েকটি নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন। দীর্ঘদিন থাকার কারণে যেটা হয়, তাই হয়েছে ওনারও।’ দাবি করেন অধ্যাপক রফিকুর রহমান।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৩৮ নম্বর আসন মৌলভীবাজার-৪। এখানে মোট ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৮৩০। ১ লাখ ৯৯ হাজার ৭৪২ পুরুষ এবং ১ লাখ ৯৯ হাজার ৮৮ জন নারী ভোটার।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়- একাদশ জাতীয় সংসদ (২০১৮) নির্বাচনে আওয়ামী লীগের আব্দুস শহীদ পান ২ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট এবং বিএনপির মুজিবর রহমান চৌধুরী ৯৩ হাজার ২৯৫ ভোট।

১০ম সংসদ নির্বাচনে (২০১৪) আওয়ামী লীগের আবদুস শহীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

৯ম সংসদ নির্বাচনে (২০০৮) আওয়ামী লীগের আবদুস শহীদ ১ লাখ ৩৪ হাজার ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির মুজিবুর রহমান চৌধুরী পান ৭৯ হাজার ৫৯৯ ভোট।

৮ম সংসদ নির্বাচনে (২০০১) আওয়ামী লীগের আবদুস শহীদ পান ৯৬ হাজার ৩২৯ ভোট এবং মুজিবুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে পান ৭০ হাজার ৩৬৪ ভোট।

৭ম সংসদ নির্বাচনে (১৯৯৬) আওয়ামী লীগের আবদুস শহীদ ৯১ হাজার ৮১১ ভোট পান। জাতীয় পার্টির আহাদ মিয়া পান ৫৯ হাজার ৮২৫ ভোট।

৫ম সংসদ নির্বাচনে (১৯৯১) আওয়ামী লীগের আবদুস শহীদ পান ৭৫ হাজার ৩২১ ভোট এবং জাতীয় পার্টির আহাদ মিয়া পান ৬০ হাজার ২১৫ ভোট।

এসইউজে/এএসএ/এএসএম

টাইমলাইন

  1. ১১:০১ এএম, ২১ ডিসেম্বর ২০২২ আওয়ামী জোটে শঙ্কা, আসন পুনরুদ্ধারে একাট্টা বিএনপি
  2. ১২:২৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২ বিএনপির ‘বাধা’ জামায়াত, আওয়ামী লীগে বিভাজন
  3. ০১:৫০ পিএম, ০২ ডিসেম্বর ২০২২ খালেদার গৃহ গোছাচ্ছে আওয়ামী লীগ
  4. ১০:১১ এএম, ২৯ নভেম্বর ২০২২ আওয়ামী লীগ-বিএনপির গলার কাঁটা ‘কোন্দল’, মনোনয়নপ্রত্যাশী অনেক
  5. ০৫:৩৪ পিএম, ২৭ নভেম্বর ২০২২ বিএনপির দুর্গে জাপার এমপি, ‘নড়বড়ে’ আওয়ামী লীগ
  6. ১০:৪৪ এএম, ২২ নভেম্বর ২০২২ কোণঠাসা এমপি শিরীন আখতার, বিএনপির কান্ডারি মজনু
  7. ০৯:৩৫ এএম, ১১ নভেম্বর ২০২২ কাদেরের আসনে ‘একরাম আতঙ্ক’, বিএনপিতে ‘শঙ্কা’ জামায়াত
  8. ০১:৪১ পিএম, ১০ নভেম্বর ২০২২ গ্রুপিং-দ্বন্দ্বে বেকায়দায় আওয়ামী লীগ, শক্ত ভিত একাট্টা বিএনপির
  9. ১১:২২ এএম, ০৯ নভেম্বর ২০২২ এগিয়ে সংঘবদ্ধ বিএনপি, আওয়ামী লীগকে পিছিয়ে দিচ্ছে ‘কিশোর গ্যাং’
  10. ১১:১৮ এএম, ০৮ নভেম্বর ২০২২ ‘হাস্যকর’ নামকরণ নিয়ে দলের নেতাদের ব্যাখ্যা
  11. ০৯:৪৮ এএম, ০৮ নভেম্বর ২০২২ বিএনপির দুর্গে সিঁধ কাটতে আওয়ামী লীগে ভরসা ব্যবসায়ী প্রার্থী
  12. ০৯:১৬ এএম, ০৭ নভেম্বর ২০২২ দলাদলি-হানাহানিতে ‘ব্যাকফুটে’ আওয়ামী লীগ, শক্ত অবস্থানে বিএনপি
  13. ০৮:৩৭ এএম, ০৬ নভেম্বর ২০২২ বিএনপিতে ক্ষতিগ্রস্ত, আওয়ামী লীগে ধরাশায়ী জাতীয় পার্টি
  14. ১০:০৪ এএম, ০২ নভেম্বর ২০২২ এলাকাবিমুখ নুরুল ইসলাম নাহিদ, ‘জোর’ মনোনয়নপ্রত্যাশী ৩
  15. ১০:১১ এএম, ০১ নভেম্বর ২০২২ জামায়াতের দুর্গ আ’লীগের দখলে, বিএনপির ‘পুঁজি’ প্রয়াত হারিছ চৌধুরী
  16. ১১:১৬ এএম, ৩১ অক্টোবর ২০২২ ১৯৮৬ সাল থেকে একজনের হাতে নৌকা, ভোটে ফ্যাক্টর ‘আবাদি’
  17. ০৮:৪১ এএম, ২৯ অক্টোবর ২০২২ জাপার গৃহে সুবিধায় বিএনপি-আওয়ামী লীগ, ফ্যাক্ট ‘ভাসমান ভোটার’
  18. ১১:০১ এএম, ২৭ অক্টোবর ২০২২ ইলিয়াস আলীর আসনে দ্বিধা-বিভক্ত আওয়ামী লীগ, জোটে বিনষ্ট ভোট
  19. ০৯:২৯ এএম, ২৬ অক্টোবর ২০২২ তৎপরতা নেই নেতাদের, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৪
  20. ১০:১১ এএম, ২৫ অক্টোবর ২০২২ বিএনপির দুর্গে ‘সুবিধায়’ আওয়ামী লীগ, লড়াই হবে হাড্ডাহাড্ডি
  21. ১০:৩২ এএম, ২৪ অক্টোবর ২০২২ আওয়ামী লীগে প্রার্থী অনেক, স্বচ্ছতা-জনপ্রিয়তায় এগিয়ে মোমেন
  22. ১০:২০ এএম, ২৩ অক্টোবর ২০২২ চা বাগান শ্রমিক-সংখ্যালঘু ভোটেই সংসদ সদস্য
  23. ০৯:১৫ এএম, ২২ অক্টোবর ২০২২ অপ্রতিদ্বন্দ্বী উপাধ্যক্ষ শহীদ, মনোনয়নে লড়বেন রফিকুর-মনসুরুলও
  24. ০৮:৪৪ এএম, ২১ অক্টোবর ২০২২ ভোটের ফ্যাক্টর ‘মন্ত্রী পরিবার’
  25. ০২:৩৪ পিএম, ২০ অক্টোবর ২০২২ বিএনপির কান্ডারি নাসের রহমান, অন্তর্কোন্দলে যত ভয়
  26. ০২:২০ পিএম, ২০ অক্টোবর ২০২২ আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে মা-মেয়ে, মাঠে আছেন এমপি নেছার
  27. ১০:১৩ এএম, ১৯ অক্টোবর ২০২২ ক্ষমতার দ্বন্দ্ব-সুলতান মনসুরের ডিগবাজিতে ভোটে পিছিয়ে আওয়ামী লীগ
  28. ০৯:৪৩ এএম, ১৮ অক্টোবর ২০২২ সুলতান মনসুরের অবর্তমানে আওয়ামী লীগে নতুন মুখ
  29. ০৯:৪৯ এএম, ১৭ অক্টোবর ২০২২ বিএনপির ‘নীরব সমর্থক’ ভয় আওয়ামী লীগের
  30. ১১:২০ এএম, ১৬ অক্টোবর ২০২২ বিএনপির মনোনয়নপ্রত্যাশী এক ডজন, আলোচনায় মিঠু-সাজু
  31. ১১:১২ এএম, ১৬ অক্টোবর ২০২২ মন্ত্রী শাহাব উদ্দিনের আসনে মনোনয়নপ্রত্যাশী ছাত্রলীগের জাকির
  32. ১০:৪৫ এএম, ১৫ অক্টোবর ২০২২ নির্বাচনী এলাকায়ও তুমুল জনপ্রিয় ব্যারিস্টার সুমন
  33. ০৪:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২২ নৌকার হাল ধরতে চান তিন হেভিওয়েট প্রার্থী
  34. ১০:২৪ এএম, ১৩ অক্টোবর ২০২২ জয়-পরাজয়ের ‘ফ্যাক্টর’ চা শ্রমিক ভোটার
  35. ০৯:৪৯ এএম, ১২ অক্টোবর ২০২২ আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ৪ জন, এগিয়ে আবু জাহির
  36. ০৯:৪৪ এএম, ১১ অক্টোবর ২০২২ আওয়ামী লীগের ঘাঁটিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বিএনপি
  37. ১০:০০ এএম, ১০ অক্টোবর ২০২২ বিএনপির ভরসা শেখ সুজাত, ‘গলার কাঁটা’ জেলায় বিভক্তি
  38. ০৯:৩৮ এএম, ১০ অক্টোবর ২০২২ আওয়ামী লীগের লড়াইটা মনোনয়নে
  39. ১১:০১ এএম, ০৯ অক্টোবর ২০২২ আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশী অনেক, তবে দলের সিদ্ধান্তই ‘শেষকথা’
  40. ০৯:০১ এএম, ০৯ অক্টোবর ২০২২ আওয়ামী লীগের ‘দুর্গ’ ভেদ করার আশায় ‘জোটবদ্ধ’ বিএনপি