ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

হবিগঞ্জ-৩

আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ৪ জন, এগিয়ে আবু জাহির

সালাহ উদ্দিন জসিম | হবিগঞ্জ থেকে ফিরে | প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১২ অক্টোবর ২০২২

হবিগঞ্জ-৩। জাতীয় সংসদের ২৪১ নম্বর আসন। সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে নির্বাচনী কর্মযজ্ঞ এরই মধ্যে শুরু হয়েছে। বেশ সক্রিয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা। জনগণের পাশাপাশি নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন নেতারা। তিনবারের এমপি আবু জাহিরের দাপট বেশি। তবে মনোনয়নপ্রত্যাশী আছেন সাংবাদিকসহ আরও তিনজন।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। তৃণমূল থেকে কেন্দ্র সব জায়গায় পড়ছে এর আঁচ। সক্রিয় হচ্ছেন দলের সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতা আছে শিল্পাঞ্চলখ্যাত হবিগঞ্জেও।

হবিগঞ্জ-৩ আসন (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা) ঘুরে নেতা-কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে ফের মনোনয়ন চাইবেন টানা তিনবারের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। নেতাকর্মীরা বলছেন, এখানে দলীয় অবস্থান ও আধিপত্য তারই। মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও তারই বেশি।

আবু জাহিরের বাইরেও এখানে মনোনয়ন চান পৌর আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম। তিনিই এখানে আবু জাহিরের বাইরে শক্ত বলয় গড়েছেন। উপজেলায় নৌকার বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছেন তিনি।

এই আসনে মনোনয়ন চান আবু জাহিরের সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা প্রবীণ নেতা আবুল হাশেম মোল্লা মাসুম। তিনি জেলা আওয়ামী লীগের দুবারের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি)। আবুল হাশেম মোল্লা মাসুম জাগো নিউজকে বলেন, ‘আমি নৌকার প্রার্থী। আমাকে দিলেও আমি আছি, না দিলেও আছি। আমাদের নেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দেবেন, তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।’

এছাড়া নানা কারণে আলোচিত সাংবাদিক সুশান্ত দাসগুপ্তও এই আসনের মনোনয়ন চান। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি গতবারও প্রার্থী ছিলাম। এবারও প্রার্থী হওয়ার আগ্রহ আছে।’ তবে তিনি লন্ডনে বার অ্যাট ল’ করছেন। তার নিজস্ব টিম এলাকায় কাজ করছে। ২০২৩ সালের জুনে দেশে এসে অ্যাকটিভ হবেন বলে জাগো নিউজকে জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি অ্যাডভোকেট আবু জাহির জাগো নিউজকে বলেন, আমি ৪২ বছর এই জেলার নেতৃত্বে। ছাত্রলীগে ১২ বছর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ১০ বছর, সাধারণ সম্পাদক ১০ বছর এবং দুই মেয়াদে (প্রায় ১০ বছর) সভাপতির দায়িত্ব পালন করছি। পাশাপাশি গত প্রায় ১৪ বছর আমি এই হবিগঞ্জ-৩ আসনের এমপি। এই ৪২ বছর আমি আমার সহযোদ্ধা সহকর্মীদের নিয়ে জনগণের পাশে ছিলাম।

‘জাতীয় সরকারের প্রতিশ্রুতির পাশাপাশি স্থানীয়ভাবে মানুষকে আকৃষ্ট করতে আমি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেগুলো এরই মধ্যে বাস্তবায়নও করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখতে চাই। মানুষ এখন আবার নৌকায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব। মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রাখে।’

তিনি বলেন, ‘আমাদের আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ আছি। দ্বিতীয় গোপালগঞ্জ নামের খ্যাত হবিগঞ্জ ২০০১ সালেও চারটি আসন আওয়ামী লীগকে দিয়েছে। এখনো এই ধারা অব্যাহত আছে, আগামী দিনেও থাকবে।’

স্থানীয়রা বলছেন, এই আসনে সবকিছুতেই এমপির আধিপত্য। উপজেলা প্রশাসন, থানাসহ সব অফিস এমপির ইশারায় চলে। এখানে অন্য কারও হস্তক্ষেপের সুযোগ নেই।

নির্বাচন কমিশন সূত্র বলছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৫৯৩। পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৬৯৯ এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৮৯৪। গত একাদশ (২০১৮ সালে) জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের আবু জাহির ১ লাখ ৯৩ হাজার ৮৭৩ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জি কে গউস ৬৮ হাজার ৭৮ ভোট পান।

২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবু জাহির ৯৮ হাজার ১৫৫ ভোট পান। দ্বিতীয় স্থানে ছিলেন জাতীয় পার্টির আতিকুর রহমান। তিনি লাঙল প্রতীকে পান ২০ হাজার ৮৩৭ ভোট।

২০০৮ এর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৭০ শতাংশ এবং বিএনপি ২৭ শতাংশ ভোট পায়। ২০০১ এ আওয়ামী লীগ পায় ৪৭ শতাংশ এবং বিএনপি ৩৯ শতাংশ ভোট।

ভোটের হিসাবে এখানে আওয়ামী লীগের শক্ত অবস্থান আছে। তবে বিএনপি এবং জাতীয় পার্টি কাছাকাছি অবস্থান নিয়েছিল নানা সময়।

এসইউজে/এএসএ/এমএস

টাইমলাইন

  1. ১১:০১ এএম, ২১ ডিসেম্বর ২০২২ আওয়ামী জোটে শঙ্কা, আসন পুনরুদ্ধারে একাট্টা বিএনপি
  2. ১২:২৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২ বিএনপির ‘বাধা’ জামায়াত, আওয়ামী লীগে বিভাজন
  3. ০১:৫০ পিএম, ০২ ডিসেম্বর ২০২২ খালেদার গৃহ গোছাচ্ছে আওয়ামী লীগ
  4. ১০:১১ এএম, ২৯ নভেম্বর ২০২২ আওয়ামী লীগ-বিএনপির গলার কাঁটা ‘কোন্দল’, মনোনয়নপ্রত্যাশী অনেক
  5. ০৫:৩৪ পিএম, ২৭ নভেম্বর ২০২২ বিএনপির দুর্গে জাপার এমপি, ‘নড়বড়ে’ আওয়ামী লীগ
  6. ১০:৪৪ এএম, ২২ নভেম্বর ২০২২ কোণঠাসা এমপি শিরীন আখতার, বিএনপির কান্ডারি মজনু
  7. ০৯:৩৫ এএম, ১১ নভেম্বর ২০২২ কাদেরের আসনে ‘একরাম আতঙ্ক’, বিএনপিতে ‘শঙ্কা’ জামায়াত
  8. ০১:৪১ পিএম, ১০ নভেম্বর ২০২২ গ্রুপিং-দ্বন্দ্বে বেকায়দায় আওয়ামী লীগ, শক্ত ভিত একাট্টা বিএনপির
  9. ১১:২২ এএম, ০৯ নভেম্বর ২০২২ এগিয়ে সংঘবদ্ধ বিএনপি, আওয়ামী লীগকে পিছিয়ে দিচ্ছে ‘কিশোর গ্যাং’
  10. ১১:১৮ এএম, ০৮ নভেম্বর ২০২২ ‘হাস্যকর’ নামকরণ নিয়ে দলের নেতাদের ব্যাখ্যা
  11. ০৯:৪৮ এএম, ০৮ নভেম্বর ২০২২ বিএনপির দুর্গে সিঁধ কাটতে আওয়ামী লীগে ভরসা ব্যবসায়ী প্রার্থী
  12. ০৯:১৬ এএম, ০৭ নভেম্বর ২০২২ দলাদলি-হানাহানিতে ‘ব্যাকফুটে’ আওয়ামী লীগ, শক্ত অবস্থানে বিএনপি
  13. ০৮:৩৭ এএম, ০৬ নভেম্বর ২০২২ বিএনপিতে ক্ষতিগ্রস্ত, আওয়ামী লীগে ধরাশায়ী জাতীয় পার্টি
  14. ১০:০৪ এএম, ০২ নভেম্বর ২০২২ এলাকাবিমুখ নুরুল ইসলাম নাহিদ, ‘জোর’ মনোনয়নপ্রত্যাশী ৩
  15. ১০:১১ এএম, ০১ নভেম্বর ২০২২ জামায়াতের দুর্গ আ’লীগের দখলে, বিএনপির ‘পুঁজি’ প্রয়াত হারিছ চৌধুরী
  16. ১১:১৬ এএম, ৩১ অক্টোবর ২০২২ ১৯৮৬ সাল থেকে একজনের হাতে নৌকা, ভোটে ফ্যাক্টর ‘আবাদি’
  17. ০৮:৪১ এএম, ২৯ অক্টোবর ২০২২ জাপার গৃহে সুবিধায় বিএনপি-আওয়ামী লীগ, ফ্যাক্ট ‘ভাসমান ভোটার’
  18. ১১:০১ এএম, ২৭ অক্টোবর ২০২২ ইলিয়াস আলীর আসনে দ্বিধা-বিভক্ত আওয়ামী লীগ, জোটে বিনষ্ট ভোট
  19. ০৯:২৯ এএম, ২৬ অক্টোবর ২০২২ তৎপরতা নেই নেতাদের, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৪
  20. ১০:১১ এএম, ২৫ অক্টোবর ২০২২ বিএনপির দুর্গে ‘সুবিধায়’ আওয়ামী লীগ, লড়াই হবে হাড্ডাহাড্ডি
  21. ১০:৩২ এএম, ২৪ অক্টোবর ২০২২ আওয়ামী লীগে প্রার্থী অনেক, স্বচ্ছতা-জনপ্রিয়তায় এগিয়ে মোমেন
  22. ১০:২০ এএম, ২৩ অক্টোবর ২০২২ চা বাগান শ্রমিক-সংখ্যালঘু ভোটেই সংসদ সদস্য
  23. ০৯:১৫ এএম, ২২ অক্টোবর ২০২২ অপ্রতিদ্বন্দ্বী উপাধ্যক্ষ শহীদ, মনোনয়নে লড়বেন রফিকুর-মনসুরুলও
  24. ০৮:৪৪ এএম, ২১ অক্টোবর ২০২২ ভোটের ফ্যাক্টর ‘মন্ত্রী পরিবার’
  25. ০২:৩৪ পিএম, ২০ অক্টোবর ২০২২ বিএনপির কান্ডারি নাসের রহমান, অন্তর্কোন্দলে যত ভয়
  26. ০২:২০ পিএম, ২০ অক্টোবর ২০২২ আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে মা-মেয়ে, মাঠে আছেন এমপি নেছার
  27. ১০:১৩ এএম, ১৯ অক্টোবর ২০২২ ক্ষমতার দ্বন্দ্ব-সুলতান মনসুরের ডিগবাজিতে ভোটে পিছিয়ে আওয়ামী লীগ
  28. ০৯:৪৩ এএম, ১৮ অক্টোবর ২০২২ সুলতান মনসুরের অবর্তমানে আওয়ামী লীগে নতুন মুখ
  29. ০৯:৪৯ এএম, ১৭ অক্টোবর ২০২২ বিএনপির ‘নীরব সমর্থক’ ভয় আওয়ামী লীগের
  30. ১১:২০ এএম, ১৬ অক্টোবর ২০২২ বিএনপির মনোনয়নপ্রত্যাশী এক ডজন, আলোচনায় মিঠু-সাজু
  31. ১১:১২ এএম, ১৬ অক্টোবর ২০২২ মন্ত্রী শাহাব উদ্দিনের আসনে মনোনয়নপ্রত্যাশী ছাত্রলীগের জাকির
  32. ১০:৪৫ এএম, ১৫ অক্টোবর ২০২২ নির্বাচনী এলাকায়ও তুমুল জনপ্রিয় ব্যারিস্টার সুমন
  33. ০৪:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২২ নৌকার হাল ধরতে চান তিন হেভিওয়েট প্রার্থী
  34. ১০:২৪ এএম, ১৩ অক্টোবর ২০২২ জয়-পরাজয়ের ‘ফ্যাক্টর’ চা শ্রমিক ভোটার
  35. ০৯:৪৯ এএম, ১২ অক্টোবর ২০২২ আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ৪ জন, এগিয়ে আবু জাহির
  36. ০৯:৪৪ এএম, ১১ অক্টোবর ২০২২ আওয়ামী লীগের ঘাঁটিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বিএনপি
  37. ১০:০০ এএম, ১০ অক্টোবর ২০২২ বিএনপির ভরসা শেখ সুজাত, ‘গলার কাঁটা’ জেলায় বিভক্তি
  38. ০৯:৩৮ এএম, ১০ অক্টোবর ২০২২ আওয়ামী লীগের লড়াইটা মনোনয়নে
  39. ১১:০১ এএম, ০৯ অক্টোবর ২০২২ আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশী অনেক, তবে দলের সিদ্ধান্তই ‘শেষকথা’
  40. ০৯:০১ এএম, ০৯ অক্টোবর ২০২২ আওয়ামী লীগের ‘দুর্গ’ ভেদ করার আশায় ‘জোটবদ্ধ’ বিএনপি