শৃঙ্খলা ভঙ্গকারীদের অবস্থা ভালো হবে না : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “শৃঙ্খলা ভঙ্গকারীদের কী অবস্থা হয় দেখুন। যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের অবস্থা ভালো হবে না।”
সোমবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে দলটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।
আজকের এ মতবিনিময় সভায় রওশন পন্থি হিসেবে পরিচিত দলের কোনো সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্যরা যোগ দেননি। গতকাল রোববার সংসদের বিরোধী দলীয় সংসদ সদস্যদের এক সভায় আজকের (সোমবার) এ মতবিনিময় সভায় যোগ না দেবার সিদ্ধান্ত নেন তারা।
সভায় রওশনের উদ্দেশ্যে এরশাদ বলেন, “নতুনদের কাছে নেতৃত্ব ছেড়ে দিন। যাদের বয়স আমার মতো তারা সরে দাঁড়ান।”
সভায় দলের নব মনোনিত কো-চেয়ারম্যান জিএম কাদের এবং পূর্ণ মনোনিত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম, সাইদুর রহমান টেপা, মির আবদুস সবুর আসুদ প্রমুখ উপস্থিত রয়েছেন।
এএম/আরএস/আরআইপি