ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

হাতে-মাথায় ব্যান্ডেজ নিয়ে সমাবেশে তাবিথ আউয়াল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

হাতে ও মাথায় ব্যান্ডেজ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়াল। এসময় তাকে দেখে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর গাউসুল আজম জামে মসজিদ সংলগ্ন ময়দানে বিএনপির এ সমাবেশে অনুষ্ঠিত হয়। দুপুর ৩টায় সমাবেশ শুরু হয়। সাড়ে ৩টার দিকে সমাবেশে যোগ দেন তাবিথ আউয়াল।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় মাথায় গুরুত্ব আঘাত পান তাবিথ আউয়াল। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সমাবেশে তাবিথ আউয়াল বলেন, আমাদের যতই মাথা ফাঁটুক, হাত ভাঙা হোক, তারপরও বিএনপির প্রতিটি কর্মী মাঠে আছে, থাকবে। যতক্ষণ না এই সরকারকে সরিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবো ততক্ষণ আমরা কেউ যুদ্ধের ময়দান থেকে সরবো না। কোনো কিছু অর্জন করতে হলে ত্যাগ করতে হয়। ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। আমি ত্যাগ-বিসর্জন করতে রাজি আছি। আমি আশা করি, আমরা সবাই প্রস্তুত আছি।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ নেতাকর্মীরা।

কেএইচ/আরএডি/জেআইএম