সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশে ফিরছেন রওশন এরশাদ
চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। দীর্ঘ ১০ মাস ধরে রওশন এরশাদ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার সঙ্গে ছেলে সাদ এরশাদ ও ছেলের বউ রয়েছেন।
বিরোধীদলীয় নেতা সুস্থ জানিয়ে গোলাম মসীহ বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন।
এর আগে জাপা নেতা ইকবাল হোসেন রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ২০ এর উপধারা ১ এ উল্লেখিত বিধিতে দেওয়া প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতা বলে বেগম রওশন এরশাদ পার্টির বিশেষ প্রয়োজনে দশম জাতীয় সম্মেলন ডেকেছেন।
রওশন এরশাদের উদ্ধৃতি দিয়ে এতে আরও বলা হয়, ‘আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ। আমার ওপর কোনো ধরনের চাপ নেই। যারা আমাকে বার বার অসুস্থ বলে প্রচার করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।’
বিজ্ঞপ্তিতে সব বিভেদ ও মতপার্থক্য এবং বিভ্রান্তি ভুলে জাতীয় পার্টির সম্মেলন সফল করতে সবার প্রতি আহ্বান জানান রওশন এরশাদ।
এসএম/এমএএইচ/জেআইএম