গণতন্ত্রের কথা বলার কারণে খালেদার বিরুদ্ধে মামলা : দুদু
খালেদা জিয়া গণতন্ত্রের কথা বলার কারণেই তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু। বুধবার দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আইয়ুব খানের কাছে গণতন্ত্র চাওয়ার কারণে মুজিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। তাতে কি হয়েছিল সবাই জানেন। তেমনি খালেদা জিয়া গণতন্ত্র চাওয়াতে তার বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দুদু আরো বলেন, উন্নয়নের মাধ্যমে দুধের নহর বইয়ে দিয়েছেন, তাহলে একটা নির্বাচন দিলে সমস্যা কি? কৃষকরা জেগে উঠলে আপনি (শেখ হাসিনা) দৌড়ে পালাতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জাতিয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগরীর প্রতিবাদ সভাটির আয়োজন করে।
এমএম/এআরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সড়কে জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো বিএনপি
- ২ খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরে যাওয়ার রুট প্রকাশ
- ৩ যারা নির্বাচন চায় না, তারাও ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক
- ৪ ‘আল্লাহ যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আরোগ্য দান করেন’
- ৫ ফারুক হাসানের ওপর হামলাকারীদের জামিনের নিন্দা গণঅধিকার পরিষদের