ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জনগণ রাস্তায় নামলে পালানোর পথ পাবেন না : হান্নান শাহ

প্রকাশিত: ১২:২৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

সরকারকে উদ্দেশ্যে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান তা না হলে জনগণ রাস্তায় নেমে আসবে, তখন আপনারা আর পালানোর পথ পাবেন না।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘বেগম খালেদা জিয়া’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের এবং সমন জারির প্রতিবাদে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হবে তা স্বাভাবিক, কিন্তু মিথ্যা মামলা করা হবে তা আমরা মেনে নিতে পানি না উল্লেখ করে হান্নান শাহ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে এর জন্য দায়ীদের একদিন আইনের সম্মুখীন হতে হবে।

বিএনপির এই নেতা বলেন, যতদিন পর্যন্ত ক্ষমতাসীনদের হৃদয়ে আন্দোলনের মাধ্যমে ভয় দেখাতে না পারবো ততদিন খালেদা জিয়াসহ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এভাবে মিথ্যা মামলা চলবে।

আওয়ামী লীগের কিছু লোক আছে যারা বিশেষভাবে অজ্ঞ। কোনো সত্য কথা বললে তাদের গায়ে লাগে। সত্যকে তারা স্বীকৃতি দিতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে যুব সমাবেশে সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএস/জেএইচ