ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অবশেষে ভারত যাচ্ছেন খালেদা

প্রকাশিত: ০৫:০২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

নতুন বছরের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারত সফরে যাবেন এমন গুঞ্জন শোনা গেলেও অবশেষে তা সত্যি হচ্ছে। আগামী ১২-১৩ মার্চ নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল-২০১৬ এ অংশ নিতে ভারত যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ওয়ার্ল্ড ফোরাম ইথিকস ইন বিজনেস ও দ্য আর্ট অব লিভিং ফাউন্ডেশন যৌথভাবে এ ফেস্টিভ্যালের আয়োজন করছে। ফেস্টিভ্যালে যোদানের জন্য ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণপত্রও পেয়েছেন খালেদা জিয়া। তবে ফেস্টিভ্যালে যোগদানের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে এখনো তাদেরকে কিছুই জানানো হয়নি।

দলটির একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ক্ষমতাসীন বিজেপির নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাতের সময়সূচি চূড়ান্ত করার পরই আয়োজকদের ইতিবাচক সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

জানা যায়, ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের কার্যক্রমও চলছে।

সর্বশেষ ২০১২ সালের শেষের দিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া ভারত সফরে যান। সে সময় তিনি দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস ও বিজেপি নেতাদের সঙ্গে সৌহার্দপূর্ণ বৈঠক করেন।

তবে ওই সফরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা হয়নি। সফরকালে খালেদা জিয়া বিএনপির অবস্থান পরিষ্কার করে ভারতীয় কর্তাব্যক্তিদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি সরকার গঠন করলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি কোনো সন্ত্রাসীদের ব্যবহার করতে দেবে না।

বিএনপির ভাষ্য, ভারত অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে তাদের নীতি বদলাতে বাধ্য হবে। কারণ একটি বিশেষ দলের জন্য ভারত তার স্বার্থ বিসর্জন দেবে না। ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বিশেষ কোনো দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত।

এমএম/আরএস/পিআর