ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সরকারের একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা উচিত

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

বিএনপির ভাইস-চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদ (বীর বীক্রম) বলেছেন, দেশের সংবিধানের ব্যাখ্যা দানকরী হচ্ছেন সুপ্রিমকোর্ট। সেই সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, শপথের সময় অতিক্রম হওয়ার পর রায় লেখা অবৈধ। তাই সাধারণ জনগণ ও প্রধান বিচারপতির বক্তব্য অনুধাবন করে সরকারের পদত্যাগের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা উচিত।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনিপর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বহুদলীয় ‘গণতন্ত্র ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

হাফিজ উদ্দীন আহমেদ বলেন, সরকার দেশকে পুলিশি স্টেটে পরিণত করেছে বলেই বিভিন্ন অপহরণ বেড়ে গেছে। আর এসব কিছুর মূল কারণ হচ্ছে দেশে আজ সুশাসন বিলুপ্ত, গণতন্ত্র অনুপস্থিত। এই মিথ্যাচারী সরকার ও তার এমপি-মন্ত্রীদের একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি আওয়ামী লীগ দেশে প্রথম গণতন্ত্র হত্যা করে। তাদের হাতে মুক্তিযুদ্ধের ইতিহাস ক্রমাগত বিকৃত হয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে হাফিজ উদ্দীন আহমেদ বলেন, খালেদা জিয়া নিজেই একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের প্রতি দরদ তার চেয়ে বেশি আর কারো থাকতে পারে না। সরকারের ব্যর্থতা ঢাকতে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নিতেই খালেদার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান রিপন, সংগঠনের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

এএস/এসএইচএস/আরআইপি