ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘সাম্প্রদায়িক হামলা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৩ জুলাই ২০২২

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলের দীঘলিয়ার সাহাপাড়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, ধর্মীয় উপসানালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং শিক্ষক নির্যাতন বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে।

শনিবার (২৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, ভয়াবহভাবে ধর্মের অপব্যবহারের দাপট চলছে দেশজুড়ে। সাভারে শিক্ষককে স্টাম্প দিয়ে পেটানো, নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা পরানো, রাজশাহীতে অধ্যক্ষকে মারধর অতঃপর ক্ষমতার দাপট দেখিয়ে শিক্ষকের জবানবন্দিতে অস্বীকার করানো- এ ধরনের ঘটনা ঘটছে। তাই শিক্ষকদের সম্মান রক্ষা ও বিপন্নতা প্রতিরোধে আমাদের সবাইকে একাত্ম হতে হবে। নড়াইলে দীঘলিয়ার সাহাপাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে তুলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও ধর্মীয় উপসানালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে।

অতীতে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনায় কোনো সুষ্ঠু বিচার ও অপরাধীদের শাস্তি না হওয়ায় সংখ্যালঘুদের ওপর বারবার হামলার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করেন বক্তারা।

তারা বলেন, সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা ও শিক্ষক নির্যাতনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শাস্তি দিতে হবে। একই সঙ্গে তাদের সরকার ও প্রশাসনের ছায়ার নিচ থেকে সরিয়ে দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইভাবে দেশকে অস্থিতিশীল করার সব দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ সময় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু, বাবুল দে, কানন আরা, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কচি অশোক ধর, কেজি মহিউদ্দিন বাদল, প্রচার ও দপ্তর সম্পাদক মিনহাজ সেলিম প্রমুখ।

আরএসএম/আরএডি/জেআইএম