ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আবাসিক গ্যাস সংকট সমাধানের দাবি সিপিবির

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬

অবিলম্বে আবাসিকের গ্যাস সংকট সমাধান এবং বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

পাশাপাশি পূনর্বাসন ছাড়া বস্তি-হকার উচ্ছেদ বন্ধ এবং শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ হাজার টাকা ঘোষণার দাবিও জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, আবাসিকে গ্যাস সঙ্কট বিষয়ে কর্তৃপক্ষের যেন ঘুম ভাঙছে না। মানুষ যে প্রতিদিন অসহনীয় ভোগান্তি পোহাচ্ছেন তাতে তারা কিছুই মনে করছে না।

বক্তারা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, হকারদের উচ্ছেদ না করে তাদের আগে পুনর্বাসন করতে হবে। পুলিশ বাহিনী দিয়ে হকার উচ্ছেদ করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা জনগণ শক্ত হাতে প্রতিহত করবে।

সিপিবির ঢাকা মহানগর কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল প্রমুখ।

এএস/এএইচ/পিআর