খালেদার বিরুদ্ধে মামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহী মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আরডি হল প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে কোর্ট মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, ক্বারী কবির হোসেন, আব্দুল মান্নান প্রমুখ। এ সময় বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরে যাওয়ার রুট প্রকাশ
- ২ যারা নির্বাচন চায় না, তারাও ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক
- ৩ ‘আল্লাহ যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আরোগ্য দান করেন’
- ৪ ফারুক হাসানের ওপর হামলাকারীদের জামিনের নিন্দা গণঅধিকার পরিষদের
- ৫ খালেদাকে লন্ডন নিতে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়