ফের করোনা আক্রান্ত বিএনপি নেতা আলাল
আবারও মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
ভারতে যাওয়ার পূর্বে করোনা পরীক্ষা করালে মঙ্গলবার (২৮ জুন) করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। বুধবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে ১৩ জুন ভারত যাচ্ছিলেন। সেদিন বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারপর উচ্চ আদালতের নির্দেশে আবার ভারতে যাবার পূর্বে করোনা পরীক্ষা করালে তার পজিটিভ রিপোর্ট আসে।
এর আগে ২০২০ সালের ২ নভেম্বর করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।
কেএইচ/জেএস/এমএস